শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর জামিন স্থগিত

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

চট্টগ্রাম জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরীর জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার কোর্ট। হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করে চেম্বার জাস্টিস ওবায়দুল হাসান গতকাল সোমবার এ আদেশ দেন। চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতের তান্ডবে প্ররোচনা ও ইন্ধন দেয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিলো। সরকারপক্ষের আবেদনের শুনানি শেষে উপরোক্ত আদেশ দেন আদালত। এ তথ্য জানিয়েছেন ডেপুটি এটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত। গত ১৫ জুলাই তাকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। হাটহাজারীর ঘটনায় গত ১৪ মে রাতে সাতকানিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসভবন থেকে তাকে আটক করা হয়। পরে ২৬ মার্চ হেফাজতের সহিংসতায় ইন্ধন দেয়ার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। চট্টগ্রাম মহানগর জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় জামায়াতের মজলিশে শুরার সদস্য শাহজাহান চৌধুরী ১৯৯১ ও ২০০১ সালের নির্বাচনে সাতকানিয়া থেকে এমবি নির্বাচিত হয়েছিলেন। গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমণকে ঘিরে হাটহাজারীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে হেফাজতে ইসলাম। এসময় হাটহাজারী ভূমি অফিসে আগুন দেয়া হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হন চারজন। এ ঘটনায় হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরীসহ জামায়াত-বিএনপির নেতাকর্মীদের আসামি করে হাটহাজারী থানায় পৃথক ১০টি মামলা করে পুলিশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন