শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

আস্থাশীল ব্যবসা সূচকে বাংলাদেশের স্কোর ৩৯

প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

আস্থাশীল ব্যবসা সূচকে বাংলাদেশ নিম্ন ও মধ্যম সারির মাঝামাঝি অবস্থানে রয়েছে। সম্প্রতি পরামর্শক প্রতিষ্ঠান লাইট ক্যাসল পার্টনার্স প্রকাশিত এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। সমীক্ষায় ১০০ স্কোর মানদন্ডের মধ্যে বাংলাদেশের স্কোর ৩৯। দেশের ব্যবসা-বাণিজ্য নিয়ে বাংলাদেশে বেসরকারি খাতে বিনিয়োগকারী প্রথম সারির ব্যবসায়ীগোষ্ঠীর মতামত জানার জন্য এ সমীক্ষা চালানো হয়। প্রতিবেদনে বলা হয়, এ পর্যন্ত যেসব ক্ষেত্রে সবচেয়ে বেশি বিনিয়োগ হয়েছে তার মধ্যে শীর্ষে রয়েছে তথ্যপ্রযুক্তি খাত। এ খাতে প্রায় মোট বিনিয়োগের ৯২ শতাংশ হয়েছে। এছাড়া স্বাস্থ্যসেবা, পোশাক খাত ও আর্থিক খাতে উল্লেখযোগ্য বিনিয়োগ হয়েছে। অবকাঠামো খাতে উন্নয়নের ফলে আগামীতে উচ্চ রফতানি প্রত্যাশা করেছেন ৪১ শতাংশ ব্যবসায়ী প্রতিনিধি। অন্যদিকে বিদ্যুৎ ও গ্যাস সংকট এবং দুর্বল বন্দর ব্যবস্থাপনার কারণে রফতানি পরিমাণ অপরিবর্তিত থাকবে বলে মনে করছেন ৪৩ শতাংশ ব্যবসায়ী প্রতিনিধি। এছাড়া প্রায় ৯৬ শতাংশ ব্যবসায়ী শ্রমশক্তির মধ্যে দক্ষতার অভাব আছে বলেও মনে করেন। এজন্য কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য প্রাতিষ্ঠানিক গবেষণা, বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ এবং সমুদ্রবন্দর ও বিমানবন্দর দক্ষ ব্যবস্থাপনার ওপর জোর দেন তারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন