অটোমোবাইল খাতে দক্ষিণ কোরিয়াকে টেক্কা দিয়েছে ভারত। চলতি বছরের প্রথম ৭ মাসে দেশটিতে ২০ লাখ ৫৭ হাজার গাড়ি তৈরি হয়েছে। বর্তমানে বিশ্বের শীর্ষ গাড়ি নির্মাতা দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান পঞ্চমে। তবে গেলো এক দশকের মধ্যে চলতি বছর এখন পর্যন্ত মাত্র ২০ লাখ ৫৫ হাজার গাড়ি তৈরি করেছে দক্ষিণ কোরিয়া। শীর্ষ অবস্থানে রয়েছে চীন, এরপর রয়েছে যুক্তরাষ্ট্র ও জাপান। চলতি বছর তাই শীর্ষ পাঁচে থাকা নিয়ে সংশয় রয়েছে দক্ষিণ কোরিয়ার। গেলো বছরও ৪০ লাখ ৫৫ হাজার গাড়ি তৈরি করেছে দক্ষিণ কোরিয়া, যেখানে ৪০ লাখ ১২ হাজার গাড়ি তৈরি করেছে ভারত। এ খাতের সাথে সংশ্লিষ্ট দুই দেশের লাখ লাখ শ্রমিক।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন