সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার : সাতক্ষীরার দেবহাটা উপজেলার ইছামতি নদী থেকে গত সোমবার বিকেলে নিখোঁজ রাখাল আলী বাদশার লাশ উদ্ধার করেছে পুলিশ। আলী বাদশা একই উপজেলার টাউন শ্রীপুর গ্রামের বাবর আলীর ছেলে।
তার পরিবারের অভিযোগ, আলী বাদশাকে ধরে নির্যাতনের পর ইছামতি নদীতে ফেলে দেয় বিএসএফ। পরে মৃত্যু হয় তার।
দেবহাটা থানার উপ-পরিদর্শক (এসআই) রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, আলী বাদশা চারদিন ধরে নিখোঁজ ছিলেন। স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে তার লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি আলী বাদশার স্বজনদের উদ্ধৃতি দিয়ে জানান, আলী বাদশা চারদিন আগে ভারতে গরু আনতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন।
অন্য সূত্র জানায়, ভারতে গরু আনতে গিয়ে হাফিজ নামে আরো এক গরু রাখাল নিখোঁজ হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন