বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) যথাযথ মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের সাথে জাতীয় শোক দিবস এবং বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদত বার্ষিকী পালন করেছে। এ উপলক্ষে রোববার বাফওয়া কেন্দ্রীয় পরিষদ প্রাঙ্গনে বিশেষ মোনাজাত এবং এতিম ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ উপলক্ষে বাফওয়ার সভানেত্রী তাহ্মিদা হান্নান অনুষ্ঠানে উপস্থিত থেকে বিশেষ দোয়া-মোনাজাতে অংশগ্রহণ করেন এবং এতিম ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে বাফওয়ার সহ-সভানেত্রীসহ সকল সদস্যা/সদস্য এবং বিমান বাহিনী ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। -আইএসপিআর
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন