বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

উজবেকিস্তানে আফগান সামরিক বিমান বিধ্বস্তের খবর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

উজবেকিস্তানে আফগানিস্তানের একটি জঙ্গি বিমান বিধ্বস্ত হয়েছে বলে এক নিউজ ওয়েবসাইট খবর দিয়েছে। সোমবার উজবেক নিউজ ওয়েবসাইট গ্যাজেটা ডটইউজেড জানিয়েছে, রোববার রাতে উজবেকিস্তানের সর্বদক্ষিণের প্রদেশ সুরক্সোনদারিওতে সামরিক বিমানটি বিধ্বস্ত হয়। উজবেকিস্তানের এই প্রদেশটি আফগানিস্তানের উত্তর সীমান্ত সংলগ্ন। গ্যাজেটা ডটইউজেডে প্রকাশিত ছবিতে বিমানবাহিনীর উর্দি পরা এক ব্যক্তির পাশে চিকিৎসা কর্মীদের দেখা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ওয়েবসাইটটি জানিয়েছে, একটি সূত্র তাদের বলেছে, ওই বিমানে আফগানিস্তানের সামরিক বাহিনীর আরও দুই সদস্য ছিলেন বলে মনে করা হচ্ছে এবং তাদের তেরমেজের হাসপাতালে ভর্তি করা হয়েছে। উজবেকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিমান বিধ্বস্তের বিষয়টি খতিয়ে দেখছে বলে তাদের উদ্ধৃত করে জানিয়েছে রুশ বার্তা সংস্থা টিএএসএস। ঘটনার বিষয়ে মন্তব্যে জানার জন্য তাৎক্ষণিকভাবে উজবেক কর্তৃপক্ষগুলোর সঙ্গে যোগাযোগ করতে পারেনি রয়টার্স। রোববার উজবেকিস্তান জানিয়েছিল, তারা সীমান্ত অতিক্রম করে তাদের ভূখন্ডে প্রবেশ করে চিকিৎসার জন্য আবেদন জানানো ৮৪ জন আফগান সৈন্যকে আটক করেছে।

তালেবান কাবুল দখল করার পর আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে উজবেকিস্তানে আশ্রয় নিয়েছেন বলে বিভিন্ন মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে। সূত্র : রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন