শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বিবাহ ব্যবস্থার বিরুদ্ধে বিশ্বযুদ্ধ চলছে : পোপ ফ্রান্সিস

প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পোপ ফ্রান্সিস বলেছেন, প্রচলিত বিবাহ ও পরিবার ব্যবস্থার বিরুদ্ধে বিশ্বযুদ্ধ শুরু করেছে জেন্ডার তত্ত্ব। তার মতে, বিবাহ ব্যবস্থার সবচেয়ে বড় শত্রু হচ্ছে জেন্ডার তত্ত্ব। বিবাহ ব্যবস্থাকে ধ্বংস করার জন্য কাজ করছে এই তত্ত্ব। তিনি বলেন, ‘অস্ত্র দিয়ে নয়, তত্ত্ব দিয়ে চলছে এই যুদ্ধ। আমাদের তাত্ত্বিক আধিপত্যের বিরুদ্ধে দাঁড়াতে হবে।’
উল্লেখ্য, জেন্ডার তত্ত্বের মূলকথা হচ্ছে, জৈবিকভাবে কোনো মানুষের লৈঙ্গিক পরিচয় যা-ই হোক না কেন, নিজেকে নারী, পুরুষ, উভয়টিই অথবা কোনোটিই নয় হিসেবে আত্মপরিচয় দেয়ার পূর্ণ অধিকার মানুষমাত্রেরই রয়েছে।
‘তাত্ত্বিক আধিপত্য’ বা ‘তাত্ত্বিক ঔপনিবেশিকতা’র মতো শব্দ তিনি এর আগেও ব্যবহার করেছেন। তিনি বলেন, ‘বেশ কিছু ধনী রাষ্ট্র এই তাত্ত্বিক আধিপত্যের চাপে সামাজিক নীতি নির্ধারণ করছে, সমকামী বিবাহ বা জন্মনিয়ন্ত্রণের বৈধতা দিচ্ছে।’
পোপ বলেন, ‘ঈশ্বরের সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে বিবাহ, বিবাহের মাধ্যমে নারী ও পুরুষ একজন মানুষে পরিণত হয়।’
তিনি আরো বলেন, ‘বিবাহ বিচ্ছেদের উচ্চহারও পরিবার প্রথার বিরুদ্ধে হুমকিস্বরূপ।’
উল্লেখ্য, পোপ ফ্রান্সিসকে সমকামিতার প্রশ্নে পূর্ববর্তী পোপদের চেয়ে উদারমনা মনে হলেও এবারে তিনি সমকামী বিবাহের বিরুদ্ধে মত প্রকাশ করলেন।
মেক্সিকানদের সমকামী বিবাহের বৈধতা দেয়ার বিরুদ্ধে প্রচারণাকে সমর্থন দিয়ে এসব কথা বলেন পোপ। এর আগেও তিনি সমকামী বিবাহের প্রসঙ্গে বলেন, ‘এ ধরনের বিবাহ পরিবার ব্যবস্থার বিরুদ্ধে হুমকি এবং সৃষ্টি জগত নিয়ে ঈশ্বরের মূল পরিকল্পনার পরিপন্থী।’ সূত্র : দ্য ইন্ডিপেন্ডেন্ট

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন