শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

বিও হিসাব খোলা বাড়ছে

প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : বাড়ছে বিও হিসাব খোলা। গত ১৫ দিনে বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্ট খোলা হয়েছে তিন হাজারের বেশি। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে জানা গেছে, ইদানীং বাজার ভালো থাকায় আবারো বিও হিসাব খোলার পরিমাণ বাড়ছে। সিডিবিএলের তথ্যমতে, বর্তমানে মোট বিও অ্যাকাউন্ট রয়েছে ২৯ লাখ ১২ হাজার ৩৮৪টি। ১৫ দিন আগে এ সংখ্যা ছিল ২৯ লাখ নয় হাজার ২৪৩টি। অর্থাৎ ১৫ দিনের ব্যবধানে বিও অ্যাকাউন্ট বেড়েছে তিন হাজারের বেশি। বর্তমানে যে বিও অ্যাকাউন্ট রয়েছে, তার মধ্যে পুরুষ অ্যাকাউন্টধারীর সংখ্যা ২১ লাখ ১৩ হাজার ৫৬৮। অন্যদিকে নারী বিও অ্যাকাউন্টধারী রয়েছেন সাত লাখ ৮৮ হাজার ৭৯টি। আর কোম্পানির বিও রয়েছে ১০ হাজার ৭৩৭টি। এর আগে সময়মত বিও ফি না দেয়ায় বন্ধ করে দেয়া হয়েছে দুই লাখের বেশি অ্যাকাউন্ট। ডিএসইর পরিচালক শাকিল রিজভী এ প্রসঙ্গে বলেন, এখন পুঁজিবাজারের সার্বিক অবস্থার পরিবর্তন হচ্ছে। বিনিয়োগকারীরা মনে করছেন এটা পুঁজিবাজারের ভালো লক্ষণ। আর তা দেখে পুরনো বিনিয়োগকারীর পাশাপাশি সাধারণ বিনিয়োগকারীরাও পুঁজিবাজারে ফিরে আসছেন। এ কারণে বিও বাড়ছে। প্রসঙ্গত কিছুদিন আগেও বিও অ্যাকাউন্ট খোলার প্রবণতা থমকে গিয়েছিল। ২০১০ সালে পুঁজিবাজারে ধসের পর এই বাজারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহে ভাটা পড়ে। ফলে বাজার ছাড়তে শুরু করেন বিনিয়োগকারীরা। যে কারণে থমকে যায় বিও অ্যাকাউন্ট খোলার হার। কোনো কোনো হাউসে দিনে একটিও বিও অ্যাকাউন্ট খোলা হয়নি, এমন নজির রয়েছে। এরপর ২০১২ সাল থেকে ধীরে ধীরে বিও অ্যাকাউন্টের সংখ্যা বাড়তে থাকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন