কর্পোরেট রিপোর্টার : বেসরকারি খাতে বার্ষিক ঋণ প্রবৃদ্ধি আরো বেড়েছে। আগস্টে ঋণ প্রবৃদ্ধি হয়েছে ১৬ দশমিক ২১ শতাংশ। এর আগে গত জুনে ঋণ প্রবৃদ্ধি ১৬ দশমিক ৭৮ শতাংশ ছিল। তবে জুলাইয়ে কিছুটা কমে ১৬ শতাংশের নিচে নেমে আসে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, আগস্টে বেসরকারি খাতে মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ছয় লাখ ৭১ হাজার ৯২৫ কোটি টাকা। একই সময় পর্যন্ত সরকারের নিট ঋণ ২ দশমিক শূন্য ৪ শতাংশ কমে এক লাখ ১৩ হাজার ৩২৪ কোটি টাকায় নেমেছে। মূলত প্রচুর সঞ্চয়পত্র বিক্রির ফলে এখন ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণের চাহিদা অনেক কম। তবে গত বছর থেকে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি বাড়ছে। ২০১৫ সালের জুন থেকে গত জুন পর্যন্ত কোনো মাসে আর প্রবৃদ্ধি কমেনি। এর মধ্যে শুধু জুলাইয়ে প্রবৃদ্ধিতে কিছুটা ছন্দপতন হয়। চলতি অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতিতে আগামী ডিসেম্বর নাগাদ বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে ১৬ দশমিক ৬০ শতাংশ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন