অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলায় মামলায় দন্ডিত মেহেরপুরের রমজান আলী বিশ্বাসকে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার মহানগর ম্যাজিস্ট্রেট আদালত গত রোববার এ আদেশ দেন। এর আগে গত শনিবার ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন রমজান আলী ও তার স্ত্রী কুষ্টিয়ার আসমা আক্তার রুজিকে গ্রেফতার করেন।
মামলা সূত্রে জানা যায়, রমজান-রোজী দম্পতি দু’জনই পেশাদার প্রতারক চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ২১টি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। দীর্ঘ চেষ্টা পর রাজধানীর ধানমন্ডি ১১ নম্বরে ৩৩ নম্বর বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। রমজান ও রোজী দম্পতি দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। এর মধ্যে রমজানের বিরুদ্ধে এককভাবে রয়েছে ২৪টি মামলা। ২১ মামলায় রয়েছে গ্রেফতারি পরোয়ানা। ৪টিতে দন্ডপ্রাপ্ত। রোজীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে একটি মামলায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন