নদী ভাঙনরোধে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরের বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পের কাজে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়োগ দেওয়ার অনুরোধ জানিয়েছে রামগতি ও কমলনগর নদী তীর রক্ষা বাঁধ ঐক্য পরিষদ। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে পরিষদ আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। মানববন্ধনে পরিষদের আহবায়ক মো. আব্দুজ্জাহের সাজু বলেন, রামগতি ও কমলনগরের নদী ভাঙনে হাজারও ঘর-বাড়ি, অসংখ্য স্কুল-কলেজ, মাদরাসা, মসজিদসহ অনেক হাট বাজার ও ব্যবসা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদীভাঙন কবলিত এলাকার মানুষগুলো মানবেতর জীবনযাপন করছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রামগতি ও কমলনগরের বেড়িবাঁধের কাজের জন্য তিন হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ দিয়ে নদীভাঙন কবলিত অসহায় মানুষের মুখে হাসি ফিরিয়ে দিয়েছেন। এই হাসিটি যাতে চিরস্থায়ী হয় তাই আমাদের অনুরোধ ওই বেড়িবাঁধ প্রকল্পটি সুষ্ঠু ও দীর্ঘস্থায়িত্বের বিষয়টি নিশ্চিতের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে করানো হোক।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন