আ: রহীম সভাপতি রহমত আলী সেক্রেটারী
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সদস্য সম্মেলনের প্রত্যক্ষ ভোটে ২০১৬-১৭ সেশনের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন মুহাম্মদ আব্দুর রহীম সাঈদ এবং সেক্রেটারী জেনারেল মনোনীত হয়েছেন মুহাম্মদ রহমত আলী। নবনির্বাচিত সভাপতিকে শপথ করান বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান।
গতকাল সকালে পুরানা পল্টনস্থ মজলিস মিলনায়তনে নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ আব্দুর রহীম সাঈদের সভাপতিত্বে ও সেক্রেটারী জেনারেল মুহাম্মদ রহমত আলীর পরিচালনায় কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের প্রথম সাধারণ অধিবেশন মুহাম্মদ সাইদুর রহমান সানীকে প্রশিক্ষণ সম্পাদক, সাইদুল ইসলাম সাঈদকে বায়তুল মাল সম্পাদক, মুহিবুর রহমান সুহেলকে অফিস ও প্রচার সম্পাদক, সোহাইল আহমদকে শিক্ষা ও ক্যাম্পাস বিষয়ক সম্পাদক করে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন