শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

পুঁজিবাজারে বিভিন্ন কোম্পানিকে জরিমানা

প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বিভিন্ন কোম্পানিকে জরিমানা করেছে। আর্থিক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থ হওয়ায় এ জরিমানা করা হয়। মঙ্গলবার বিএসইসির ৫৬৬তম কমিশন সভায় জরিমানার এসব সিদ্ধান্ত নেয়া হয়। বিএসইসি জানিয়েছে, ২০১৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থ হওয়ায় এম হোসাইন গার্মেন্টস ওয়াশিং অ্যান্ড ডায়িং লিমিটেডের (ইস্যুয়ার) ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র পরিচালক ব্যতীত) ২ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। ২০১৪ সালের ৩১ ডিসেম্বরে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থ হওয়ায় জাগো কর্পোরেশন লিমিটেডের (ইস্যুয়ার) ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র পরিচালক ছাড়া) ২ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থ হওয়ায় সালেহ কার্পেট মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র পরিচালক ব্যতিত) ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। ২০১২ সালের ৩০ সেপ্টেম্বর তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক বিবরণীতে অসত্য তথ্য উপস্থাপন করে কোম্পানিটি মুনাফা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) অতিমূল্যায়িত দেখিয়েছে। ফলে কমিশন ফনিক্স ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র পরিচালক ব্যতীত) ২ লাখ টাকা করে জরিমানা করেছে। ২০১৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থ হওয়ায় খাজা মোজাইক টাইলস অ্যান্ড স্টোন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র পরিচালক ব্যতীত) ২ লাখ টাকা করে জরিমানা করেছে। ফনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের (ইস্যুয়ার) ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র পরিচালক ব্যতীত) ২ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন