শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

আগ্রহীদের জন্য সিএসইর কর্মশালা

প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : পুঁজিবাজার বিষয়ে আগ্রহীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। অথরাইজড রিপ্রেজেনটেটিভস, বিনিয়োগকারী ও বিভিন্ন পেশাজীবীর জন্য আয়োজিত কর্মসূচি ২০ ফেব্রুয়ারি চট্টগ্রামে, ২৭ ফেব্রুয়ারি ঢাকা এবং ২৯ ফেব্রুয়ারি সিলেটে অনুষ্ঠিত হবে। কর্মশালাগুলো পরিচালনা করবেন যথাক্রমেÑ আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের রিসার্চ টিমের প্রধান শেখ মালিক আল-রাজী, লংকাবাংলা সিকিউরিটিজের রিসার্চ বিভাগের প্রধান মো. মাহফুজুর রহমান এবং লন্ডনভিত্তিক বুটিক ইনভেস্টমেন্ট ব্যাংকের ইক্যুইটি অ্যানালিস্ট ও বাংলাদেশী অংশীদার আসিফ খান। কর্মশালায় অংশগ্রহণকারীরা যেসব বিষয়ের ওপর জানতে পারবে তা হচ্ছেÑ কোয়ানটিটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ অ্যানালিসিস, টপ-ডাউন অ্যান্ড বটম-আপ অ্যাপ্রোচ, ইকোনমিক অ্যানালিসিস, ইন্ডাস্ট্রি অ্যানালিসিস, পোর্টারস ফাইভ ফোর্সেস মডেল, কোম্পানি অ্যানালিসিস-কোম্পানি কিভাবে ভ্যাল্যু তৈরি করে, ফিন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালইসিস-টপ লাইন গ্রোথ, মার্জিন এক্সপানসন, লিভারেজ, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, অপারেটিং বা নন-অপারেটিং ইনকাম, রিটার্ন অন ক্যাপিটাল-কস্ট অব ক্যাপিটাল, থ্রি টাইপস অব ভ্যালুয়েশন, রিলেটিভ ভ্যালুয়েশন, অ্যাসেট বেইজড, গ্লোবাল কমোডিটি প্রাইস ট্রেন্ড-আওয়ার বেনিফিট অ্যান্ড কস্ট, গ্লোবাল ইকোনমি ট্রেন্ড অ্যান্ড আওয়ার অ্যাফিলিয়েশন এবং ক্যাপিটাল মার্কেট ট্রেন্ড অ্যান্ড রিসেন্ট ডেভেলপমেন্টস। এছাড়া সেক্টর অ্যানালিসিস : নিম্নোক্ত সেক্টরগুলোর ওপর ঝুঁকি ও বিনিয়োগের সুযোগ; ব্যাংক, নন-ব্যাংক ফিন্যান্সিয়াল প্রতিষ্ঠান, ফার্মাসিউটিক্যালস, টেলিকম, এফএমসিজি, সিমেন্ট, কনস্ট্রাকশন উপাদান, পাওয়ার জেনারেশন, পাওয়ার ডিস্ট্রিবিউশন, ফুয়েল ডিস্ট্রিবিউশন, গ্যাস ডিস্ট্রিবিউশন ও টেক্সটাইলস। প্রশিক্ষণে অংশগ্রহণে রেজিস্ট্রেশনসহ প্রশিক্ষণের বিষয়ে বিস্তারিত জানতে সিএসইর ওয়েবসাইট ভিজিট করতে হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন