স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ট্রেনিং ইনস্টিটিউট ইসলাম চেম্বার (১২ তলা), ১২৫/ এ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকায় স্থানান্তরিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহ্মদ আনুষ্ঠানিকভাবে ট্রেনিং ইনস্টিটিউটের উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফিরোজুর রহমান, পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, এস এ এম. হোসাইন এবং মোহাম্মদ আব্দুল আজিজ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুস সালেহীন, উপ- ব্যবস্থাপনা পরিচালক মামুন উর রশিদ, কাজী এ এস এম আনিসুল কবির ও মো. মোতালেব হোসেন এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন স্তরের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ। বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন