শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

সাইবার নিরাপত্তা নিয়ে কর্মশালা

প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বর্তমান সময়ে ব্যবসা বাণিজ্য, কৃষি, শিক্ষা ও আর্থিক লেনদেন থেকে শুরু করে সবকিছুই ইন্টারনেট ভিত্তিক তথা সাইবার জগতে হওয়ায় এর নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান বিশ্বে সাইবার আক্রমণজনিত কারণে আর্থিক ক্ষতির পরিমাণ ব্যাপক। তাই দিনে দিনে সাইবার নিরাপত্তার বিষয়টি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। বর্তমানে বাংলাদেশে এ সেক্টরে দক্ষ জনশক্তির যথেষ্ঠ অভাব রয়েছে। গত সোমবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমি ও জবসবিডি ডট কমের যৌথ উদ্যোগে, ডিআইইউ মিলনায়তনে সাইবার সিকিউরিটি বিষয়ে এক কর্মশালায় প্রধান আলোচক ও সাইবার বিশেষজ্ঞ যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যারিল্যান্ডের সাইবার নিরাপত্তা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইমারত হোসেন পান্না এ কথা বলেন। সিকিউরিটি পেশায় নিয়োজিত ও সিকিউরিটি সেক্টরে কাজ করতে আগ্রহী প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী ও পেশাজীবী অংশ নেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান কর্মশালার উদ্বোধন করেন। ডিআইএ ডেপুটি একাডেমিক ডিরেক্টর সরোয়ার হোসেন মোল্লাসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। স বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন