সোমবার ১১ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১, ০৯ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

কাপ্তাই হ্রদে ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ৪

প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১২:৫২ এএম, ৫ অক্টোবর, ২০১৬

রাঙামাটি জেলা সংবাদদাতা : রাঙামাটির কাপ্তাই হ্রদ ঘেঁষে গড়ে তোলা দোতলা একটি ভবন পানির মধ্যে ধসে পড়ে বাবা-মেয়েসহ চারজন নিহত হয়েছেন। এ সময় দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন- ট্রাক ড্রাইভার জাহিদ (৪০), তার মেয়ে পিংকী (১১), গৃহ শিক্ষিক উম্মে হাবিবা রুনা (২২) ও সাজিদ হাসান (০৭)। এলাকাবাসীর দাবি, ধসে পড়া ভবনে আরও কয়েকজন আটকে রয়েছে। ওই ভবনে চারটি পরিবার বাস করতো। গতকাল বিকেল সোয়া ৫টার দিকে রাঙামাটি শহরের রিজার্ভ বাজার মহিলা কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাঙামাটি ফায়ার সার্ভিস’র উপ-পরিচালক গোলাম মোস্তফা জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি টিম কাজ করছে। এ ধরনের ভবন ধসে উদ্ধার তৎপরতা চালানোর জন্য তাদের অভিজ্ঞ ডুবুরি নেই। যে কারণে উদ্ধার অভিযান পরিচালনার জন্য চট্টগ্রাম থেকে ২৫ সদস্যের বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্য রওনা দিয়েছে। গত রাতে রাত এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ, সেনাবাহিনী, নৌ-বাহিনী এবং রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা উদ্ধার তৎপরতা চালাচ্ছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন