সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফল কেন অবৈধ ঘোষণা করা হবে না-এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। সেইসঙ্গে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্র কেন আদালতে দাখিলের নির্দেশ দেয়া হবে না-এই মর্মেও রুল জারি করা হয়েছে। রিটের শুনানি শেষে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল ডিভিশন বেঞ্চ এ রুল জারি করেন। আগামী ১০ দিনের মধ্যে সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন