সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, ইলম শিক্ষা, জ্ঞান অর্জন ও ধারণ প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এতে জীবন শুদ্ধ হয় এবং সামাজিক কর্তব্যপরায়ণতা সৃষ্টি হয়। সবচেয়ে বড় কথা মানবিকতাই হচ্ছে প্রত্যেক ধর্মের মূল বাণী। তাই মানবিকতা বিবর্জিত ধর্মবোধ অধর্ম ও আত্মবিনাশী দূরাচার। তিনি গতকাল সোমবার নগরীর পাহাড়তলী ঝাউতলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে রোখসানা আক্তার হীরা ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এতিম ও কোরআনে হাফেজদের মাঝে পবিত্র কোরআন ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, ইসলাম সাম্য ও শান্তির ধর্ম। জঙ্গিবাদ ইসলাম ও মানবতার মহাশত্রু। এ ব্যাপারে শিক্ষক এবং অভিভাবকদের সর্তক থাকতে হবে। পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে রোখসনা আক্তার হীরা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, সাইফুল করিম চৌধুরী, নূর মোস্তফা প্রমুখ বক্তব্য রাখেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন