শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

নয় শতাংশ শিক্ষক করোনার টিকা নেয়নি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২১, ১২:০০ এএম

সারাদেশের মতো নারায়ণগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম নিরাপদে পরিচালনার জন্য প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট সকলকে নির্দিষ্ট সময়ের মধ্যে করোনার টিকা নেয়ার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে টিকা গ্রহণ কার্যক্রম শেষ করার নির্দেশনা থাকলেও জেলার ৯ শতাংশ শিক্ষক এখনো টিকা গ্রহন করেননি। তিনটি কারণে শিক্ষকদের টিকা গ্রহণ শেষ হয়নি বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সূত্র মতে, অধিকাংশ শিক্ষক টিকার জন্য নিবন্ধন করলেও তাদের টিকার গ্রহণের তারিখ আসেনি। এছাড়া গর্ভবতী মায়েরা ও অসুস্থ বয়স্ক শিক্ষকেরা টিকা গ্রহণ করেনি।
জানা যায়, প্রাথমিক শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের ৭ সেপ্টেম্বরের মধ্যে টিকা নিতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে টিকা নেয়া শেষ করার পর করোনা আপডেট সফটওয়্যারে এন্ট্রি নিশ্চিত করতে হবে। আর যারা টিকা নিচ্ছেন তা তাদের তালিকা প্রাথমিক শিক্ষা অধিদফতরে পাঠাতে হবে। যারা গ্রহন করতে পারেনি, কি কারণে তারা টিকা নিতে পারছেন না- তাও জানাতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে।
এছাড়াও প্রাথমিক বিদ্যালয় খোলার পূর্ব প্রস্তুতি হিসেবে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাদের এক সপ্তাহের মধ্যে শতভাগ বিদ্যালয় পরিদর্শন করার নিদের্শনা দেয়া হয়েছে। বিদ্যালয় খোলার পূর্বে এবং পরবর্তী বিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত নিদের্শনা রয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল এ বিষয়ে বলেন, জেলার প্রাথমিক বিদ্যালয়ের ৯৯ শতাংশ কর্মকর্তা- কর্মচারীদের টিকা গ্রহণ সম্পন্ন। তবে এখন পর্যন্ত প্রাপ্ত ডাটা অনুযায়ী ৯১ শতাংশ শিক্ষকের টিকা গ্রহণ সম্পন্ন হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন