শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

হাইব্রিড নেতারা আওয়ামীলীগে ঠাঁই পাবে না

রুপগঞ্জে পাট ও বস্ত্রমন্ত্রী

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২১, ১২:০০ এএম

সদ্য আওয়ামীলীগে যোগ দেয়া সুযোগ সন্ধানী হাইব্রিড নেতারা আওয়ামীলীগে ঠাঁই পাবে না। যে সকল নেতাকর্মী দীর্ঘ দিন ধরে লড়াই সংগ্রামে অংশগ্রহণ করে দলকে সুসংগঠিত করেছে সেই সব ত্যাগী নেতাকর্মীদেরই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন দিবেন বলে মন্তব্যে করেছেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক)।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতের স্মরণে গত মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগড়পাড়া এলাকায় আওয়ামীলীগের আলোচনা সভায় ভিডিও লাইভের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্যে করেন।
কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জায়েদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শাহজাহান ভুঁইয়া, তারাব পৌরসভার মেয়র মিসেস হাসিনা গাজী, গাজী গ্রæপের পরিচালক গোলাম মর্তুজা পাপ্পা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসরাম রফিক, রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন ভুঁইয়া, দাউদপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাষ্টার, যুবলীগ সভাপতি কামরুল হাসান তুহিন, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মাহাবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক নাঈম ভুইয়া, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাফিজুর রহমান সজিবসহ আরো অনেকে।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন