কর্পোরেট রিপোর্টার : ব্লক মার্কেটে মোট ৮ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার কোম্পানিগুলো মোট ২১ লাখ ৯৬ হাজার ৩৮৪ শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ১০ কোটি ৬ লাখ টাকা। ডিএসই সূত্রে জানা গেছে, ব্লক মার্কেটে মঙ্গলবার সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। ব্যাংকটি ১০ লাখ ১৭ হাজার ৬০০ শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৯৩ লাখ টাকা। প্রাইম ইন্স্যুরেন্স ৫ লাখ ৯২ হাজার ১৯১ শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ১ কোটি ১৮ লাখ টাকা। এমজেএলবিডি ২ লাখ ৫০ হাজার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ২ কোটি ৯২ লাখ টাকা। ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জনতা ইন্স্যুরেন্স, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ইনফিউশন, পাওয়ার গ্রিড ও স্কয়ার ফার্মা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন