শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বাংলাদেশকে ৫০ হাজার মার্কিন ডলার অনুদান আইডিবি’র

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

করোনা সংকট মোকাবিলাসহ নানা খাতের উন্নয়নে বাংলাদেশকে ৫০ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)। ক্রমাগত ইতিবাচক এয়ারওয়ে চাপ (সিপিএপি) থেরাপি এবং ব্ল-লেভেল পজিটিভ এয়ারওয়ে প্রেসার (বিআইপিএপি) ইত্যাদি সরঞ্জাম কেনা হবে। মূলত করোনা সংকটে বাংলাদেশের হাসপাতালের সক্ষমতা বাড়াতে এসব আধুনিক সরঞ্জাম কেনা হবে। গত শুক্রবার উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে বাংলাদেশ ও আইডিবির মধ্যে অনুদান চুক্তি সই হয়।

বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন ও আইডিবির পক্ষে ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনের (আইটিএফসি) প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার হানি সালেম সোনবোল অনুদান চুক্তিতে সই করেন। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন। করোনা সংকট থেকে উত্তোরণে এ অনুদান বাংলাদেশের হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে সহায়ক হবে। আইটিএফসি বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী। তারা বাংলাদেশের বিভিন্ন খাতের উন্নয়নে পাশে রয়েছে। পেট্রোলিয়াম পণ্যের ক্ষেত্রে আইটিএফসি সব সময় বাংলাদেশকে সহযোগিতা করে আসছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন