বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

প্রবর্তক সংঘের নেতারাই লুটপাট করছেন

চট্টগ্রামে ইসকনের সংবাদ সম্মেলন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২১, ১২:০০ এএম

এবার প্রবর্তক সংঘের নেতাদের বিরুদ্ধে অনাথদের অর্থ লোপাটের অভিযোগ করলেন ইসকনের নেতারা। গতকাল শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করা হয়। এতে লিখিত বক্তব্যে ইসকন চট্টগ্রামের বিভাগীয় সম্পাদক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেন, প্রবর্তকের গুটিকয়েক নেতা বলেন আমরা নাকি তাদের জায়গা জবর দখল করেছি। আমরা নাকি মন্দিরের নামে আনা মূল্যবান পাথর বিক্রি করে টাকা আত্মসাৎ করেছি। মন্দির নির্মাণে অনুদানের টাকা লুটপাট করেছি। যদিও এসব তারা প্রমাণ করতে পারবে না। বরং প্রবর্তক সংঘের নেতারাই বহুমূল্যের ভূমি কমমূল্যে বিভিন্ন প্রতিষ্ঠানকে ইজারা দিয়ে ও অনাথের অর্থ লুটপাট করছেন। তারাই দেশের বাইরে অর্থ পাচার করছেন। নিজেদের আখের গোচ্ছাছেন। এসময় প্রবর্তক সংঘের নানা অভিযোগের জবাব দেন তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইসকন নোয়াখালী মন্দিরের অধ্যক্ষ রসপ্রিয় গৌর দাস অধিকারী, ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস ব্রহ্মচারী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন