শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

টাটা জেনেক্স ন্যানোর চাবি হস্তান্তর

প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

নিটল মটরস সম্প্রতি বাংলাদেশের বাজারে নতুন জেনেক্স  ন্যানোর চাবি ক্রেতাদের মাঝে হস্তান্তর করে। জেনেক্স বাংলাদেশে বিদ্যমান টাটা গাড়ির বহরে একটি চমকপ্রদ  সংযোজন। জেনেক্স একটি নতুন স্মার্ট গাড়ি যা শহরে অত্যন্ত উপযোগী। এটি তৈরি হয়েছে এমনভাবে  যা সহজেই  অলিতে গলিতে চলতে সক্ষম এবং স্বল্প জায়গায় পার্ক করা সম্ভব। ক্রেতারা এখন থেকে একটি জ্বালানি সাশ্রয়ী গাড়ি ব্যবহারের আনন্দ ও সুবিধা ভোগ করতে পারবেন যার মাইলেজ প্রতি লিটারে ২৫ কিমি। জেনেক্স ন্যানো পাওয়া যাবে কয়েকটি রঙে-  স্যানগ্রিয়া  রেড, ড্যামসন পার্পল, পার্ল হোয়াইট, মেটেয় সিলভার এবং ড্যাজেল  ব্রু। ক্রেতাদের মাঝে চাবি হস্তান্তর করেন লিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমাদ। উক্ত অনুষ্ঠানে টাটা মটরস ও লিটল মটরস এ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং ক্রেতাবৃন্দ উপস্থিত ছিলেন।  স বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন