শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

৩১ বছরের মধ্যে সর্বনিম্নে পাউন্ডের দাম

প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক : ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হওয়া বা ব্রেক্সিট ইস্যুতে ডলারের সঙ্গে রীতিমতো লড়াই করে যাচ্ছে পাউন্ড। মঙ্গলবার বাজারে আবারও ধাক্কা খেয়েছে এ মুদ্রা। ডলারের বিপরীতে ৩১ বছরের সর্বনিম্নে পৌঁছেছে। খবর বিবিসি, গার্ডিয়ান ও টেলিগ্রাফ। খবরে বলা হয়, ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে গত রোববার জানান, ব্রেক্সিটের প্রক্রিয়া আগামী বছরের মার্চে আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এ মন্তব্য করার পর বাজারে পাউন্ডের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। এক ধাক্কায় পাউন্ডের মান কমে যায় ৩১ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে। গত কার্যদিবসের তুলনায় এদিন ডলারের বিপরীতে পাউন্ডের দাম ০.৫ শতাংশ কমে ১.২৭ ডলারে অবস্থান করে; যা ১৯৮৫ সালের পর সবচেয়ে কম। এর আগে গত ২৩ জুন ব্রেক্সিট ইস্যুতে গণভোটের পর পাউন্ডের দাম ৩০ বছরের মধ্যে সর্বনিম্নে পৌঁছায়। ওই সময় পাউন্ডের দাম কমে হয় ১.২০ ডলার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন