কর্পোরেট রিপোর্টার : ৬ বছরে সর্বনিম্নে ভারতে সুদের হার। মঙ্গলবার রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া সুদের হার কমিয়েছে। রিজার্ভ ব্যাংকের এক ঘোষণায় বলা হয়েছে, বিদ্যমান সাড়ে ৬ শতাংশ থেকে কমিয়ে এটি সোয়া ছয় শতাংশ করা হয়েছে। যা গত ৬ বছরের মধ্যে সর্বনিম্ন সুদহার। বিশ্ব অর্থনীতিতে আরেক দফা শ্লথগতির আশঙ্কা এবং ভারতের অভ্যন্তরীণ কিছু খাতকে চাঙ্গা করতে এই উদ্যোগ নেয়া হয়েছে। একই সঙ্গে মূল্যস্ফীতির হারও ৪ শতাংশে রাখার লক্ষ্য স্থির করেছে। এতে বাজারের প্রতি আস্থাহীনতা যেমন বাড়বে, তেমনি নতুন বিনিয়োগও উৎসাহিত হবে। ভারত যখন ঋণের সুদের হার কমিয়েছে, তখনো বাংলাদেশে সুদের হার ১৪ শতাংশে রয়েছে। এছাড়া লুকায়িত অনেক চার্জতো আছেই। যা ব্যবসায় পরিচালন ব্যয় বৃদ্ধির অন্যতম কারণ বলে মনে করেন উদ্যোক্তারা। স্থানীয় ব্যবসায়ীরা বরাবরই এই উচ্চ সুদ হারের বিরোধিতা করে আসছেন। বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে ঋণের সুদের হার যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার দাবিও দীর্ঘদিনের। কিন্তু বিষয়টি বরাবরই অবহেলিত রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন