রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার এখনই সময়

জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

জাগপা সভাপতি ব্যারিস্টার তামমিয়া প্রধান বলেছেন, করোনা পরিস্থিতি ভয়াবহ, বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণহীন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য লাগামহীনে দেশের মানুষ ভাল নেই। এখনই সময় ছাত্র যুব কৃষক শ্রমিক পেশাজীবী সবাই মিলে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা। যুব জাগপা’র ইতিহাস দেশের জন্য নিজেকে উৎসর্গ করার ইতিহাস। দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। গতকাল শুক্রবার আসাদগেট জিইউপি মিলনায়তনে যুব জাগপার ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার তাসমিয়া প্রধান এসব কথা বলেন।

যুব জাগপা সভাপতি আরিফুল হক তুহিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী সিরাজুল ইসলামের পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন, জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রেসিডিয়াম সদস্য আবু মোজাফফর মো. আনাছ, রাশেদ প্রধান, মো. ইনসান আলম আক্কাস, শেখ এনায়েত আহমেদ হালিম, নাসির উদ্দিন, ফারুক আজম, রিয়াজ রহমান, নজরুল ইসলাম বাবলু ও আরিফ হোসেন ফিরোজ। এতে নেতৃবৃন্দ বলেন, দেশের গণতন্ত্রকে বাকরুদ্ধ করে গণগ্রেফতারের উদ্দেশ্য সফল হবে না। মজলুম মানুষের বিজয় অনিবার্য। তারা যুব ও ছাত্র নেতৃবৃন্দকে গণতান্ত্রিক সংগ্রামে শামিল হওয়ার আহবান জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
মোহাম্মদ দলিলুর রহমান ১১ সেপ্টেম্বর, ২০২১, ৩:১৪ এএম says : 0
বসে বসে বললে হবে না,ডানপন্থী সব দল এক সাথে রাস্তায় নামিয়ে যান,সময় কোথায় আপনারা চুপ করে বসে আছেন ।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন