শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ভোটাধিকার প্রশ্নে ঐক্যবদ্ধ গণআন্দোলন সময়ের দাবি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৩ এএম

বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব এডভোকেট মো. আবুল কাশেম গতকাল সোমবার এক বিবৃতিতে বলেন, জনগণের ভোটের অধিকার অগ্রাহ্য করে ২০১৪ সালের ৫ জানুয়ারী এবং ২০১৮ সালের ৩০ ডিসম্বের নির্বাচন জাতীয় ইতিহাসে এক কলঙ্গজনক নজির সৃষ্টি হয়েছে। এই ধরণের ভোট ডাকাতির নির্বাচন যেন কোন দিন এ দেশে আর না হয় সেই জন্য জোরদার গণআন্দোলন গড়ে তোলা এখন সময়ের দাবি।
তিনি বলেন, মানুষ অর্থবহ গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। নির্বাচনের নামে তামাশা আর নীল নকশার বাস্তবায়ন দেখতে চায় না। নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির নামে সরকারের ইচ্ছা প্রতিফলন বার বার জাতির সাথে প্রতারণার শামিল। সার্চ কমিটি আর নয়। এই নীতির বিলুপ্তি হওয়া দরকার।
তিনি বলেন, এবার প্রতিটি নিবন্ধিত রাজনৈতিক দলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের প্রত্যক্ষ ভোটে নির্বাচন কমিশন গঠন হওয়া দরকার। তত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠায় দেশবাসীর প্রত্যাশা পূরণে সকল গণতান্ত্রিক শক্তির সফল গণআন্দোলন গড়ে তোলা এখন অপরিহার্য হয়ে উঠেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন