বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

এবার চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস নিউ ইয়র্কে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

আগামী ১৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-এর ১৬তম আসর। এ উপলক্ষে গত রোববার চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ জানান, ১৬তম ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসেরএস্লাগান ‘স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের গান’। স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের সংগীতে বিভিন্নভাবে অবদান রেখেছেন এমন ৫০ জন গুণী শিল্পী, সুরকার ও গীতিকারকে প্রদান করা হবে বিশেষ সম্মাননা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহীন আখতার রেনী। ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবং সংগীতশিল্পী রফিকুল আলম। শাইখ সিরাজ বলেন, ৫০ জন শিল্পীর পাশাপাশি একজনকে আজীবন সম্মাননা দেয়া হবে। ওই সময়ে নিউ ইয়র্কে উপস্থিত শিল্পীদের পুরস্কৃত করা ছাড়াও ডিসেম্বর মাসজুড়েচ্যানেল আইয়ে স্বাধীনতার ৫০ বছরের নানা ধরনের অনুষ্ঠান হবে। এর মধ্যে ঢাকায় আরেকটি আয়োজনের মাধ্যমে বাকি শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। সংবাদ সম্মেলনে ভার্চ্যুয়ালি অংশ নিয়ে ইমপ্রেস গ্রুপের পরিচালক এবং মিউজিক অ্যাওয়ার্ডস-২০২১ এর আমেরিকার প্রকল্প প্রধান জহিরউদ্দিন মাহমুদ মামুন জানান, ১৪ নভেম্বর নিউ ইয়র্ক সিটিতে অনুষ্ঠিতব্য এই আসরের প্রথম পর্যায়ের আনুষ্ঠানিকতা শুরু হবে। সেখানেই দেশের ৫০ জন বিশেষ সম্মাননা প্রাপ্তদের নাম ঘোষণা করা হবে। তিনি জানান, এবারের আয়োজন ভিন্নভাবে সাজানো হচ্ছে। স্বাধীনতার স্মৃতি ধরে রাখতে এবার আমরা প্রতিযোগিতার মধ্যে যাচ্ছি না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন