শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২২ প্রদান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

সঙ্গীত নিয়ে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় আয়োজন ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২২ অনুষ্ঠিত হয়েছে গত মঙ্গলবার পদ্মাসেতুর পশ্চিমপ্রান্তের শেখ রাসেল সেনানিবাসে। এ বছর সঙ্গীতের বিভিন্ন শাখায় সেরাদের পুরস্কার প্রদান করা হয়। এবছর আজীবন সম্মাননা পেয়েছেন সঙ্গীতজ্ঞ রেজওয়ানা চৌধুরী বন্যা। শিল্পীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন সেনাবাহিনী প্রধান এসএম শফিউদ্দিন আহমেদ, সনদপত্র তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, অর্থমূল্য চেক তুলে দেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ এবং উত্তরীয় পরিয়ে দেন ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহীন আকতার রেনী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ, ফরিদুর রেজা সাগর, শাইখ সিরাজ ও শাহীন আকতার রেনী। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আইয়ের পরিচালক আবদুর রশিদ মজুমদার, জহিরউদ্দিন মাহমুদ মামুন, মুকিত মজুমদার বাবু. রিয়াজ আহমেদ খান, কেকা ফেরদৌসী, শেখ সাদী খান, লিলি ইসলাম, চন্দনা মজুমদার, আবিদা সুলতানা, সামিনা চৌধুরী, মানাম আহমেদ প্রমুখ। জমকালো অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, রেজওয়ানা চৌধুরী বন্যা, মোহাম্মদ খুরশীদ আলম, আবিদা সুলতানা, নকিব খান, কুমার বিশ^জিৎ, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, মমতাজ, মানাম আহমেদ, শামা রহমান, শুভ্র দেব, লিনু বিল্লাহ, শফি মন্ডল, অণিমা রায়, হাবিব ওয়াহিদ, সিঁথি সাহা, কোনাল, ইমরান, ঝিলিক, সায়রা রেজা, কিশোর, রাশেদ, নিশিতা বড়ুয়া, অঙ্কন, খায়রুল ওয়াসি, আতিয়া আনিসা, সুমনাসহ আরও অনেকে। বিভিন্ন পারফরমেন্সে অংশ নেন নুসরাত ফারিয়া, সিয়াম, দীঘি, সাবিলা নূর, সুমী, আদর আজাদ, টিনা রাসেল, পুষ্পিতা, রমা, পায়েল ত্রিপুরা, ঈশিকা। কোরিওগ্রাফিতে ছিল ঈগল ড্যান্স গ্রুপ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অপু মাহফুজ ও কোনাল। ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-এর প্রকল্প পরিচালক ছিলেন ইজাজ খান স্বপন। অনুষ্ঠানটি চ্যানেল আইতে প্রচার হবে ২৮ অক্টোবর। এবারের অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করেনঃ আধুনিক গানে শ্রেষ্ঠ শিল্পী ফাহমিদা নবী, আধুনিক গানে শ্রেষ্ঠ সুরকার কিশোর, আধুনিক গানে শ্রেষ্ঠ গীতিকার আসিফ ইকবাল, শ্রেষ্ঠ ব্যান্ড রেনেসাঁ, শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন বাপ্পী, শ্রেষ্ঠ দ্বৈত সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদ ও সিঁথি সাহা, শ্রেষ্ঠ ফোক ফিউশন শিল্পী সাব্বির নাসির, শ্রেষ্ঠ লোকসঙ্গীত শিল্পী (পল্লীগীতি ও মরমী) বাউল সুকুমার, ছায়াছবির গনে শ্রেষ্ঠ শিল্পী ইমরান মাহমুদুল, ছায়াছবির গনে শ্রেষ্ঠ সুরকার ইমন চৌধুরী, ছায়াছবির গনে শ্রেষ্ঠ গীতিকার মীর সাব্বির, শ্রেষ্ঠ মিউজিক ভিডিও নির্মাতা পিপলু আর খান, শ্রেষ্ঠ নজরুলসঙ্গীত শিল্পী প্রিয়াঙ্কা গোপ, নজরুল বিষয়ক সঙ্গীতশিল্পী ক্যাটাগরিতে কমিটিকর্তৃক নির্বাচিত বিশেষ পুরষ্কার সাদিয়া আফরিন মল্লিক, শ্রেষ্ঠ রবীন্দ্রসঙ্গীত শামা রহমান, শ্রেষ্ঠ নবাগত শিল্পী নুজহাত সাবিহা পুষ্পিতা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন