বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

মধুমতি ব্যাংকের স্কুল ব্যাংকিং সেবা চালু

প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

কোমলমতি স্কুল ছাত্রছাত্রীদের সঞ্চয় অভ্যাস গড়ার লক্ষে মধুমতি ব্যাংক ‘স্কুল ব্যাংকিং’ সেবা চালু করেছে। এই সেবাকে সবার মাঝে ছড়িয়ে দিতে মধুমতি ব্যাংক এবং বনানীস্থ একমাত্র ডে-কেয়ার ও প্রি-স্কুল ‘চষধু ঞড় খবধৎহ’-এর মধ্যে চুক্তি সাক্ষরিত হয়েছে। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন চষধু ঞড় খবধৎহ-এর সত্ত¡াধিকারী ও সিইও শামস জেরিন সুরাইয়া ফেরদৌসি এবং মধুমতি ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ রিটেইল মো. শাহিন হাওলাদার। সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও গুলশান শাখার ব্রাঞ্চ ম্যানেজার নাঈম মো. আব্দুর রশিদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এই চুক্তির আওতায় মধুমতি ব্যাংকের স্কুল ব্যাংকিং গ্রাহকরা চষধু ঞড় খবধৎহ-এর ডে-কেয়ার, প্রি-স্কুল, আর্ট, পিয়ানো, মুভি থিয়েটার-এ বিশেষ মূল্যছাড় সুবিধা পাবে। কর্মজীবী মা-বাবার সন্তানদের জন্য বনানী বাড়ি নং ৪৫/এ, রোড নং ৪, বøক সি-তে অবস্থিত চষধু ঞড় খবধৎহ এ রয়েছে স্কুল পূর্ববর্তী শিক্ষা, সামাজিক আচরণবিধি শিক্ষা, মানসিক বিকাশের জন্য খেলাধুলা, সৃষ্টিধর্মী কাজের শিক্ষা। স বিজ্ঞপ্তি

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন