মির্জা আহমেদ ইস্পাহানি উচ্চ বিদ্যালয়ে বিগত বছরগুলোর ন্যায় এবারও ক্ষুদে বিজ্ঞানীদের প্রচেষ্টা, উৎসবমুখর পরিবেশ, শিক্ষক-শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ও প্রাণবন্ত হয়ে উঠে ’বিজ্ঞান মেলা- ২০১৬’। সম্প্রতি ৪৫ জন ক্ষুদে বিজ্ঞানী তাদের চিন্তাভাবনার বহিঃপ্রকাশ ঘটিয়েছে এ প্রাঙ্গণে সকাল ১১টা থেকে বিকেল ৪টা অবধি। এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম (চিফ অপারেটিং অফিসার, পাহাড়তলী টেক্সটাইল এন্ড হোসিয়ারী মিলস্), বিশেষ অতিথি ডঃ ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, (মহাব্যবস্থাপক), টি বেøন্ডিং এন্ড প্যাকেটিং ফ্যাক্টরি, সুলতান আহমেদ (ডেপুটি জেনারেল ম্যানেজার), পিটিএইচএম, বাদশা নুর-এ আলম (ডেপুটি জেনারেল ম্যানেজার), পিটিএইচএম সকল স্টল ঘুরে দেখেন এবং ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবন সম্পর্কে কথা বলেন এবং তাদের এই অসাধারণ সৃজনশীলতা দেখে মুগ্ধ হন। প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য অতিথিরা জল বিদ্যুৎ প্রকল্প, গ্রিনসিটি, ন্যাচারাল এসি প্রজেক্টের ভ‚য়সী প্রশংসা করেন। স বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন