শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

সরকারি চাকরির বয়সসীমা না বাড়ানোর সিদ্ধান্তে নেটিজেনদের ক্ষোভ

শাহেদ নুর | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ১০:৩৭ পিএম

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তরে বিএনপির সংসদ সদস্য মোশাররফ হোসেনের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

বিভিন্ন মহল থেকে দীর্ঘদিন ধরে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির দাবি জানানো হচ্ছে। বৈশ্বিক মহামারী করোনার সময় সেটা আরও জোরালো হয়েছিলো। চাকরির বয়সসীমা না বাড়ানোর এই সিদ্ধান্তে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা।

ক্ষোভ প্রকাশ করে মিরাজুল ইসলাম ফেইসবুকে লিখেছেন, ‘মাননীয় মন্ত্রী মহোদয়, আমাদের জায়গা আপনি থাকলে হয়তো আমাদের কষ্টটা বুঝতেন। এখন এই দেশে কিছু বলতে নেই। আর বললেও কেউ শোনার নেই!’

ভারতের প্রসঙ্গ টেনে আশরাফ আলী লিখেছেন, ‘ভারত এই করোনার মাঝে পর পর ২ বছর করে ৪ বছর বাড়িয়েছে। অথচ বাংলাদেশ ৩০ থেকে ৩২ করতে পারে না। এদেশে পড়াশুনা বন্ধ করে সবাই হাল চাষ করুক, আর রাজনীতি করুক; তাহলেই হবে। মেধাসম্পদ ধ্বংসের মাশুল এদেশকে ভবিষ্যতে হাড়ে হাড়ে দিতে হবে।’

তিতুমীর অর্ক লিখেছেন, ‘বয়স হারালে উদ্যোক্তা হবে ভালো কথা। কিন্তু উদ্যোক্তা হতে কোন ব্যাংক বেকারদের সাহায্য করবে? সবাই তো আর সেটা হতেও পারে না। সরকারি চাকুরী তো পড়াশোনার মূল লক্ষ্য না। এই ৩০ এর ফাঁদে অনেক বিদেশী মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জনকারী পর্যন্ত দেশে এসে ভালো কিছু করতে পারে না বলেই বিদেশেই থিতু হয়। ৩০ হলেই সার্টিফিকেটের দাম নেই, এটা কেবল দায়বিহীন কোন সরকারের পক্ষেই সম্ভব। ২০২১-এ এ ধরনের সিদ্ধান্ত অমূলক। আমেরিকা, ইউরোপ বা ভারতে এরকম কোন নিয়ম নেই, বরং সরকার ওইসব জায়গায় বয়স আরও বাড়িয়েছে। কারণ শিক্ষার বা কর্মের কোন বয়স নেই।’

আরসাদ আয়মানের প্রশ্ন, ‘বিশ্ববিদ্যালয়ে করোনার জন্য যে জট হয়েছে, সেটা কীভাবে পূরণ করবেন? করোনার জন্য বয়স বৃদ্ধি জরুরি।’

এমডি রেজার পরামর্শ, ‘৩৫ করতে পারেন, কারণ শিক্ষার বা কর্মের কোন বয়স নেই।’

কায়সার আহমেদ মনে করেন, ‘আমরা যারা অনার্স-এ অধ্যয়নরত আছি, তাদের কথাও চিন্তা করা উচিত। করোনার কারণে যে সেশনজটের সৃষ্টি হয়েছে, এর জন্য ৩২ করাই উত্তম ছিলো।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন