শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

সবদার আলী স্কলার্স ইনস্টিটিউটে উদ্বোধন হলো ডিজিটাল শিশু শিক্ষা ডিজিটাল শিক্ষা শিশুদের অধিকার -মোস্তাফা জব্বার

প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : ‘ডিজিটাল শিক্ষা শিশুদের অধিকার, আমরা শিশুদেরকে কম্পিউটার প্রোগ্রামার বানাব। এ দেশের প্রতিটি শিশুর হাতে তুলে দেবো ট্যাব। আর নয় ভারী ওজনের স্কুলব্যাগ এবার শিশুরা পড়াশোনা করবে ট্যাবে’ গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে সবদার আলী স্কলার্স ইনস্টিটিউটে ডিজিটাল শিশু শিক্ষা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলটির প্রিন্সিপাল মোসফিকা খানম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলিফ টিভির ব্যবস্থাপক জামাল উদ্দিন জামান, জিএম মুজিবুর নয়ন, এ আর হালদার, লায়ন মো: ইমাম হোসেন নাসিম। উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোবাশ্বের হোসেন, বিজয় ডিজিটালের ব্যবস্থাপক জেসমিন জুঁই, বাংলাদেশ সংবাদ সংস্থার সিনিয়র রিপোর্টার শহিদুল ইসলাম রানা, দি ইনডিপেনডেন্টের স্পেশাল করোসপন্ডেন্ট দীপক আচার্য, দৈনিক ইত্তেফাকের এডুকেশন পেইজের ইনচার্জ চন্দন বর্মণ, বাংলাদেশ ডিজিটাল স্কুল সোসাইটির সাধারণ সম্পাদক ইয়াহিয়া খান রিজন ও যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন হেলাল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন