শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

ডিআইইউতে ফার্মেসী বিভাগের উদ্যোগে ‘ছাত্র-শিক্ষক’ মিলন মেলা

প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও বন্ধন দৃঢ় করার লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসী বিভাগের উদ্যোগে শিক্ষক ও শিক্ষার্থীদের স্বত্বঃস্ফ‚র্ত অংশগ্রহণে ৬ অক্টোবর বিশ^বিদ্যালয়ের ব্যাঙ্কুয়েট হলে এক ‘ছাত্র-শিক্ষক’ মিলন মেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলাম। বিশ^বিদ্যালয়ের এলাইড হেলথ সায়েন্সেস অনুষদের ডীন ও ফার্মেসী বিভাগের ভারপ্রাপ্ত প্রধান অধ্যাপক ড. আহমেদ ইসমাইল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিচালক (স্টুডেন্ট এফেয়ার্স) সৈয়দ মিজানুর রহমান রাজু, ফার্মেসী বিভাগের উপদেষ্টা ড. এস এম আবদুর রহমান, এডজাঙ্কট ফ্যাকাল্টি আরশাদুল আলম, সিনিয়র লেকচারার শরিফা সুলতানা এবং সিনিয়র লেকচারার ফারহানা ইশরাত জাহান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলাম বলেন, দেশে এবং বিদেশে স্বাস্থ্য খাতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসী বিভাগের পাস করা গ্র্যাজুয়েটরা গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখছে। তিনি বলেন, এ ধরনের অনুষ্ঠান আয়োজন শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়তা ও সম্পর্কের সেতুবন্ধনকে আরো দূঢ় করবে যা একটি শক্তিশালী ডিআইইউ কমিউনিটি গড়ে তুলবে। স বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন