শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আফগানদের প্রয়োজনেই তালেবান নেতৃত্ব মেনে নেয়া উচিত : ডব্লিউএইচও প্রধান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ১১:১৮ এএম

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এর প্রধান তেদরোস আধানোম গেব্রেইসাস বলেছেন, আফগান জনগণের প্রয়োজনেই আফগানিস্তানের নতুন শাসকদের সাথে বিশ্বের যুক্ত হওয়া জরুরি। গতকাল বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডের জেনেভা থেকে এক ভার্চুয়াল সেমিনারে বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।

বক্তব্যে গেব্রেইসাস বলেন, আফগানিস্তানের স্বাস্থ্যসেবা ক্ষেত্র পতনের মুখে রয়েছে। জরুরিভিত্তিতে এই বিষয়ে পদক্ষেপ নেয়া না হলে দেশটি সম্ভাব্য বিপর্যয়ের মুখে পড়তে পারে।

তিনি বলেন, ‘স্বাস্থ্যসেবা ক্ষেত্র ভেঙে পড়া মৌলিক ও প্রয়োজনীয় চিকিৎসাসেবার পাশাপাশি জরুরি সেবা, পোলিও নির্মূল ও কোভিড-১৯ টিকাদান প্রচেষ্টায় প্রভাব ফেলতে পারে।’

ডব্লিউএইচও প্রধান বলেন, ‘আমি বিশ্বাস করি তালেবান নেতৃত্বের সাথে যুক্ত হওয়া জরুরি, যদি আমরা আফগানিস্তানের জনগণকে সহায়তা করতে চাই।’
এর আগে আগস্টে আফগানিস্তানের ওপর তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম আন্তর্জাতিক সংস্থার প্রধান হিসেবে মঙ্গলবার দেশটিতে সফর করেন ডব্লিউএইচও প্রধান। দুই দিনের সফরে তিনি আফগান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী মোল্লা হাসান আখুন্দসহ শীর্ষ নেতৃত্বের সাথে সাক্ষাৎ করেন। এছাড়া কাবুলের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেন তিনি। সূত্র : আনাদোলু এজেন্সি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন