বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

প্রবাসীদের বিনিয়োগ বাড়াতে কাজ করছে বিবিসিসিআই

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ১২:৫২ এএম

বাংলাদেশে প্রবাসী বিনিয়োগে বাড়ানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে ব্রিটেনের বাংলাদেশি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিবিসিসিআই)। সরকারের সহযোগিতা পেলে বিনিয়োগের হার বাড়বে বলে আশ্বাস। পাশাপাশি সরকারের সর্বাত্মক সহযোগিতার কথা জানালেন দূতাবাস। ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের নর্থ ওয়েষ্ট রিজিয়নের সদস্যরা বৃহস্পতিবার ম্যানচেষ্টার বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত সহকারী হাই কমিশনারের সঙ্গে মতবিনিময় করেন। ভারপ্রাপ্ত সহকারী হাই কমিশনার মাহমুদা খানম বলেন, বাংলাদেশ এখন প্রবাসী বিনিয়োগের সবচেয়ে উত্তম সময়। সরকারও প্রবাসীদের বিনিয়োগে আগ্রহী করে তুলতে নানা প্রণোদানা ও সহযোগিতা করে যাচ্ছেন। আলোচনায় অন্যদের মধ্যে অংশ নেন বিবিসিসিআই নর্থওয়েস্ট রিজিয়নের ভাইস প্রেসিডন্ট রুহুল আমীন চৌধুরী, মেম্বারশিপ সেক্রেটারি সৈয়দ ফয়সল আহমদ, হালিম চৌধুরী ও মাহিরুল ইসলাম। মতবিনিময় শেষে বিবিসিসিআই’র পক্ষ থেকে হাইকমিশনারকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন