উত্তর : নামাজ সঠিক ওয়াক্ত অনুযায়ী পড়া ফরজ। আপনার সমস্যাটি যদি সামান্য কাপড় বদল বা সতর্কতার সাথে অজুর মাধ্যমে সারা যায়, তাহলে অবশ্যই সঠিক সময়ে পড়বেন। যেমন, নামাজের লম্বা জামা রাখা। শরীরের সব কাপড় ছেড়ে দিয়ে কেবল নামাজের জুব্বাটি পরে নামাজ সেরে নেবেন। সময় সুযোগ না হলে কেবল ফরজ পড়বেন। কোনো টয়লেটে ঢুকে প্রয়োজনে হালকা গোসল সেরে নেবেন। সন্দেহযুক্ত নাপাক কাপড় ছেড়ে যে কোনো উপায়ে গোসল করে নামাজের জামাটি গায়ে দিয়ে ওয়াক্তমতো নামাজ সেরে নেবেন। বর্ণিত কারনে আপনার জোহরের নামাজ আসরের সাথে মিলিয়ে পড়ার সুযোগ শরীয়তে নেই। যেভাবে পড়ছেন, সেভাবে নামাজ কাযা হয়ে যায়। বিনা কারণে নামাজ কাযা করা আর নামাজ ছেড়ে দেওয়ার গুনাহ বলতে গেলে সমান।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন