শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

কূটনৈতিক এলাকার জন্য আরো ৫০০ সিসি ক্যামেরা

প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর ডিপ্লোম্যাটিক জোনগুলোতে আরেক দফা নিরাপত্তা জোরদার করতে যাচ্ছে সরকার। এর অংশ হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে নভেম্বর মাসের মধ্যেই রাজধানীর গুলশান, বারিধারা, বনানী ও নিকেতনে স্থাপন করা হবে আরো ৫০০ ক্লোজ সার্কিট (সিসি ক্যামেরা)।
গতকাল রোববার ডিএনসিসির নগর ভবনে ডিপ্লোম্যাটিক জোনের প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর অংশগ্রহণে ‘ল অ্যান্ড অর্ডার কো-অর্ডিনেশন কমিটির (এলওসিসি)’ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
কূটনৈতিক জোনের নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে দেশে বসবাসরত বিদেশি রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সংস্থা ও ক্রেতা সংস্থার প্রতিনিধিদের মধ্যে আস্থার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে স্থানীয় ব্যবসায়ী মহলের আর্থিক সহযোগিতায় ডিএনসিসি নতুন এ উদ্যোগ নিয়েছে। ইতোপূর্বে ডিএনসিসির নিজস্ব অর্থায়নের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীসহ দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার আর্থিক সহযোগিতায় এই এলাকায় ৬৪৬টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নতুন ৫০০ সিসি ক্যামেরা স্থাপন ওই এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে আরো শক্তিশালী করবে। নিরাপদ ঢাকা গড়তে আগামীতে ডিএনসিসির সবগুলো এলাকা সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসার বিস্তারিত পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
মেয়র আনিসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত গুলশান, বারিধারা, বনানী ও নিকেতন সোসাইটির সভায় এলওসিসির প্রেসিডেন্ট স্থানীয় সংসদ সদস্য এ কে এম রহমতুলাহ, সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এ টি এম শামসুল হুদা, র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার খন্দকার লুৎফুল কবির পিপিএম, ডিএমপির গুলশান জোনের ডিসি এসএম মোস্তাক আহমেদ খান পিপিএম, এসি মোহাম্মদ রফিকুল ইসলাম পিপিএম উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন