দু’জনের অবস্থা আশঙ্কাজনক
স্টাফ রিপোর্টার : রাজধানীর মগবাজার ফ্লাইওভারে গতকাল রোববার গুলিস্তানগামী একটি যাত্রীবাহী বাস উল্টে অন্ততঃ ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে জহিরুল ইসলাম (৫২) নামে এক সরকারি চাকরিজীবী ও রাসেল (২২) নামে একজন ছাত্রের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে।
ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের শিল্পাঞ্চল জোনের (হাতিরঝিল) জ্যেষ্ঠ সহকারী কমিশনার আবু ইউসুফ জানান,
গাজীপুর থেকে গুলিস্তানগামী গাজীপুর পরিবহনের একটি বাস ফ্লাইওভারের উপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ১০ যাত্রী আহত হয়। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। এদের মধ্যে জহিরুল ইসলাম ও রাসেলকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। দুর্ঘটনার পর ফ্লাইওভার দিয়ে যানচলাচল কিছুক্ষণ বন্ধ থাকলেও পরে স্বাভাবিক হয়ে যায়।
হাসপাতালে আহতরা অভিযোগ করেন, ফ্লাইওভার থেকে নামার সময় গাড়িচালক ফোনে কথা বলছিলেন। এ কারণে এই দুর্ঘটনা ঘটে। আহত জহিরুল বিজি প্রেসে চাকরি করেন। আর রাসেল দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজে অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন