শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

উ.কোরিয়ার শীর্ষ কমিশনে ইয়ো

অস্ত্র তৈরির কর্মসূচি চালু ও ফের হটলাইন স্থাপনের প্রস্তাব উনের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২১, ১২:০৬ এএম

উত্তর কোরিয়ার শীর্ষ নীতি নির্ধারণী কমিটিতে স্ত্রান পেয়েছেন দেশটির নেতা কিম জং উনের ছোট বোন কিম ইয়ো জং। বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, কিম ইয়ো জং এখন স্টেট অ্যাফেয়ার্স কমিশনের (এসএসি) সদস্য হয়েছেন। এই কমিশনের প্রধান তার ভাই। কিম ইয়ো জং ইতোমধ্যেই উত্তর কোরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক চরিত্র এবং তার ভাইয়ের গুরুত্বপূর্ণ উপদেষ্টা। তবে এসএসি’র সদস্য হওয়া তার সর্বোচ্চ রাজনৈতিক অবস্থান। এসএসসি-তে গুরুত্বপূর্ণ রদবদলে আরও নতুন সাত জনকে যুক্ত করা হয়েছে। তবে এর মধ্যে কিম ইয়ো জং একমাত্র নারী। এর নয় সদস্যকে অবসরে কিংবা অবনমিত করা হয়েছে। এর মধ্যে রয়েছেন গত এক দশক ধরে কিম জং উনের অর্থনৈতিক নীতি নির্ধারকের দায়িত্বে থাকা ৮২ বছর বয়সী প্যাক পং জু। উত্তর কোরিয়ার অস্ত্র¿ কর্মসূচির চালক রি পিয়ং চোল এবং কিম জং উনের শীর্ষ সামরিক কমান্ডারের পদ কমানো হয়েছে। তার জায়গা নিয়েছেন সামরিক জেনারেল পাক জং চোন। তিনি দেশটির নতুন অস্ত্র¿ উন্নয়ন তদারকি করেন। অপরদিকে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন তিনি দক্ষিণ কোরিয়ার সাথে গুরুত্বপূর্ণ যোগাযোগ হটলাইন স্থাপনে আগ্রহী। দক্ষিণ কোরিয়ার সাথে মীমাংসার প্রস্তাব দিলেও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তার অভিযোগ শত্রæতার নীতি বাদ না দিয়ে ওয়াশিংটন উত্তর কোরিয়াকে আলোচনার প্রস্তাব দিয়ে যাচ্ছে। দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের যৌথ সামড়িক মহড়ার প্রতিবাদে এই বছরের আগস্টে হটলাইন বন্ধ করে দেয় পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার বার্ষিক পার্লামেন্ট অধিবেশনের সময় ওই লাইন পুনরায় স্ত্রাপনের প্রস্তাব দিলেন কিম। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ বলেছে, ‘যুক্তরাষ্ট্র ক‚টনৈতিক যোগাযোগের কথা আওড়াচ্ছে... কিন্তু‘ এটা আন্তর্জাতিক স¤প্রদায়ের সাথে প্রতারণা এবং শত্রæতামূলক কর্মকাÐ গোপনের কৌশল ছাড়া আর কিছুই নয়।’ কেসিএনএ জানিয়েছে, অক্টোবরের শুরু থেকেই হটলাইন পুনরায় চালু করতে আগ্রহী কিম জং উন। তবে দুই কোরিয়ার মধ্যে যোগাযোগ আসলেই চালু হবে কিনা তা নির্ভর করবে দক্ষিণ কোরিয়ার মনোভাবের ওপর। এর আগে কিম জং উনের বোন গত সপ্তাহে বলেছেন উত্তর কোরিয়া দক্ষিণের সাথে আলোচনায় আগ্রহী যদি তারা শত্রæতামূলক নীতির অবসান ঘটায়। উত্তর কোরিয়া আমেরিকাকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ওয়াশিংটনের শত্রæতার জবাবে পিয়ংইয়ং অস্ত্র¿ উৎপাদন কর্মসূচি জোরদার করবে। বৃহস্পতিবার পার্লামেন্টের এক বৈঠকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একথা বলেছেন। তিনি বলেন, গত আট মাসে বাইডেন প্রশাসনের আচরণে এ কথা পরিষ্কার হয়ে গেছে যে, মার্কিন সামরিক বাহিনী উত্তর কোরিয়ার বিরুদ্ধে হুমকি দেয়া এবং শত্রæতাপূর্ণ তৎপরতা আদৌ বন্ধ করে নি। বরং উত্তর কোরিয়ার বিরুদ্ধে আমেরিকার চাতুর্যপূর্ণ নীতি আরো জোরদার হয়েছে। কিম জং উন বলেন, তিনি আমেরিকার শত্রæতাপূর্ণ তৎপরতা মোকাবেলার জন্য অস্ত্র¿ কর্মসূচি জোরদার করার অনুমোদন দেবেন। কেসিএনএ, রয়টার্স।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন