পিরোজপুরের ভান্ডারিয়ায় যুদ্ধাপরাধ মামলার পলাতক আসামি মো. আমীর হোসেন দীর্ঘদিন অসুস্থ থাকা অবস্থায় মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টায় পিরোজপুরে তার মেয়ের বাড়িতে মারা যান।
মামলা সূত্রে জানা যায়, মুক্তিযুদ্ধকালীন সময়ে ভান্ডারিয়ার হেতালিয়া ও চরখালী গ্রামের আসামি আমীর হোসেনসহ নুরু, ফজলু, সিদ্দিক মুন্সি, আব্দুল মান্নান, আজাহার, আশরাফ ও মহারাজ পশারীবুনিয়া গ্রামের ৭ জনকে গুলি করে। এতে গঙ্গাচরণ, নিরোধ চন্দ্র বালা, অমুল্য, সমুল্য ঘটনাস্থলেই মারা যান। আর সুকুমার মিস্ত্রি মারা যান দু’দিন পরে।
২০১৫ সালে নিহত নিরোধ চন্দ্রবালার ছেলে বিজয় চন্দ্র বালা বাদী হয়ে উপরোক্ত আট জনকে আসামি করে পিরোজপুর আদালতে একটি মামলা করেন। ওই বছরের অক্টোবরের ১৪ তারিখ বিচারক মামলাটি আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে পাঠান। ইতোমধ্যে মামলার আসামি ফজলু ও আজাহার মুন্সি জেলে ও সিদ্দিক মুন্সি বাড়িতে অসুস্থ অবস্থায় মারা যায়। মামলার অন্য আসামি মহারাজ অসুস্থ অবস্থায় জামিনে এবং আশরাফ ও আব্দুল মান্নান জেলে থাকলেও নুরু পলাতক রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন