শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

পবিত্র ১০ মহররম

প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ৯:০৭ পিএম, ১১ অক্টোবর, ২০১৬

এ কে এম সাখাওয়াত হোসেন

আদি-অন্ত নানা ঘটনায় ভরা, ১০ মহররম পবিত্র আশুরা।
আদম (আ.) সৃষ্টি ধরায় প্রেরণ, নবী-রাসূলগণের শুভাগমন
আরশে মহল্লায় শ্রষ্টা সমাসীন, দৃশ্য অদৃশ্য তাঁর আজ্ঞাধীন
আদম (আ.) বিদায় নুহ নবীর (আ.) আগমন, ধরায় মহা-প্লাবন
রক্ষায় আশ্রয় জুদী পাহাড়ে, ইদ্রিস (আ.) আকাশে সশরীরে।
অগ্নিকুন্ডে ইব্রাহীম (আ.) শান্তি আয়াশ, মৎস্য পেটে ইউনূস (আ.) খালাস।
দাউদের (আ.) সুযোগ ক্ষমার, সুলায়মানের (আ.) রাজত্ব লাভ পুনর্বার
কুষ্ঠতায় সুস্থ আইউব (আ.), ৪০ বছর পর পিতার দেখা ইউছুফ (আ.)
ঈসা (আ.) স্বশরীরে আসমানে গমন, দুর্ধর্ষ ফেরাউন নীলনদের নিমজ্জন
কারবালায় ইমাম হোসেন (রা.) আত্মদান ইসলাম ধর্ম চির অনির্বাণ
এজিদের চক্রান্ত ফোরাত তীরে, ইমাম বংশ কাঁদে পানির হাহাকারে
আকাশ বাতাস কাঁদে সারা জাহান, জনক জননী বেহেশতে বুক ভাসান
বিশ্ব নবীর (সা.) ইসলাম শান্তির দ্বীন, প্রতিষ্ঠায় দৌহিত্র ইমাম হোসাইন (রা.)
ত্যাগের মহিমায় উদ্ভাসিত আশুরার শিক্ষা, মুসলিম মিল্লাতের দীক্ষা
ইসলাম জিন্দা কারবালার ঘটনাতে, ইমাম হোসাইন (রা.) আত্মাহুতিতে
১০ মহররম ঈমান গড়ার হাতিয়ার, জুলুম অন্যায় বন্ধের দৃঢ় অঙ্গীকার
মহররম মুসলিম মিল্লাতকে কাঁদায়, ত্যাগের মহানায়ক হায় হোসেন বিলাপে
১০ মহররম আশুরায় ইসলাম দৃঢ় বিকশিত, মোমেন সত্য চেতনায় চির জাগ্রত।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন