সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

স্টামফোর্ডে অর্থনীতি বিভাগে কুইজ কম্পিটিশন

প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

সম্প্রতি স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের অর্থনীতি বিভাগে “আন্তঃবিভাগীয় কুইজ প্রতিযোগিতা-২০১৬-এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ফাতিনাজ ফিরোজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. মো. হাবিবুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে এই আয়োজনকে সাধুবাদ জানানোর পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের জন্য পরামর্শ ও উৎসাহ দেন। পরে চ‚ড়ান্ত পর্বে উত্তীর্ণ প্রতিযোগীসহ বিজয়ীদের সনদ, ক্রেস্ট, বই এবং মূল্যবান উপহার সামগ্রী প্রদান করা হয়। উল্লেখ্য, দুই পর্বের এই প্রতিযোগিতার প্রথম পর্ব অনুষ্ঠিত হয় ৪ সেপ্টেম্বর ২০১৬। যেখান থেকে ১৬ জন প্রতিযোগী চ‚ড়ান্ত পর্বের জন্য উত্তীর্ণ হয়। উত্তীর্ণদের নিয়ে ২৪ এবং ২৫ সেপ্টেম্বর চ‚ড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। চ‚ড়ান্ত পর্বে সকল প্রতিযোগী অর্থনীতির বিভিন্ন বিষয়ের ওপর প্রেজেন্টেশন, প্রশ্ন-উত্তর পর্ব এবং নিয়মিত কুইজ পরীক্ষায় অংশগ্রহণ করে। সেখান থেকে বছরের সেরা ৫ জন কুইজ মাস্টার নির্ধারণ করা হয়। তারা হলেনÑ তাবাসসুম তাজিন, আব্দুন নাকিব, হেমদীপা, মোঃ খাইরুল কবির ভূঁইয়া এবং মোঃ হানিফ। স বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন