শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

বাংলাদেশে ৫ শতাংশ নারীর নেতৃত্ব রয়েছে মূলধারার ব্যবসায়

প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক : বাংলাদেশে মূলধারার ব্যবসায় নারীর নেতৃত্ব রয়েছে ৫ শতাংশ। সামাজিক উদ্যোগগুলোতে শ্রমশক্তির ৪১ শতাংশ পূরণ করছে নারী। যা স্বাভাবিক শ্রমে নিয়োজিত নারীর চেয়ে দ্বিগুণ। পাশাপাশি বাংলাদেশে প্রায় ২০ শতাংশ নারী সামাজিক ব্যবসা উদ্যোগের নেতৃত্বে রয়েছে। সম্প্রতি ব্রিটিশ কাউন্সিল পরিচালিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে। ‘দ্য স্টেট অব সোশ্যাল এন্টারপ্রাইজ ইন বাংলাদেশ’ শীর্ষক এ প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে সামাজিকভাবে যেসব ব্যবসা উদ্যোগ গড়ে উঠেছে তাতে নারীর নেতৃত্ব ও ক্ষমতায়ন মূলধারার ব্যবসার চেয়ে উল্লেখযোগ্য হারে ভালো। ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের উপ-পরিচালক জিম স্ক্যার্থ ওবে বলেন, এ জরিপে প্রথমবারের মতো বাংলাদেশের সামাজিক উদ্যোগগুলোর কর্মকাÐের মাত্রা বোঝা হয়েছে। একইভাবে যেসব খাতে সামাজিক উদ্যোক্তারা গুরুত্ব দিচ্ছে এবং কারা এ থেকে উপকৃত হচ্ছে সেসব বিষয় বোঝা হয়েছে। জরিপে দেখা যায়, বাংলাদেশের সামাজিক উদ্যোক্তাদের বেশির ভাগই তরুণ। ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত নিবন্ধনকৃত ৭৭ শতাংশ সামাজিক উদ্যোগের নেতাদের বয়স ৩৫ বছরের নিচে। বাংলাদেশে সামাজিক উদ্যোগ নিয়ে দুটি জরিপ রিপোর্ট প্রকাশ করেছে ব্রিটিশ কাউন্সিল। এর মধ্যে প্রথম জরিপটি পরিচালনায় নেতৃত্ব দিয়েছে ওভারসিজ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। আরেকটি জরিপ করা হয়েছে ‘সোশ্যাল এন্টারপ্রাইজ পলিসি ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ’ শিরোনামে। এ জরিপে সরকারি যেসব কর্মকাÐের ওপর নজর দেওয়া হয়েছে সেগুলো সামাজিক উদ্যোগকে প্রভাবিত করে। এতে সরকার ও স্টেকহোল্ডারদের পরামর্শও সন্নিবেশ করা হয়েছে। জরিপে সংশ্লিষ্টরা জানায়, বাংলাদেশের অর্থনীতিতে সামাজিক উদ্যোগ একটি প্রবৃদ্ধিশীল ও বহুমুখী খাত। এর মাধ্যমে যেমন সুবিধাবঞ্চিতদের জন্য কর্মসংস্থান হচ্ছে, তেমনি নারীর ক্ষমতায়নও হচ্ছে। একই সঙ্গে সামাজিক অনেক সমস্যার সমাধান হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন