বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ছাতকের আরেক জঙ্গি বাবলু গাজীপুরে নিহত

প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা : গাজীপুরে গত ৮ অক্টোবর আইনশৃংখলা বাহিনীর অভিযানে আকাশসহ নিহত ৯ জঙ্গির মধ্যে একজন হচ্ছে, সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ডিমকা (মনিরজ্ঞাতি) গ্রামের মতিউর রহমান ওরফে ময়না শাহ ও হোসনে আরা বেগমের পুত্র সাইফুর রহমান ওরফে বাবলু (২৫)। সে দীর্ঘদিন থেকে তার বাল্যবন্ধু আব্দুল বাছিত (২৩)সহ ঢাকায় অবস্থান করছিল। বাছিত স্থানীয় সেনপুর গ্রামের আব্দুস সালামের পুত্র। সে নিখোঁজ রয়েছে। গাজীপুরের
পাতারটেকের অভিযানে নিউ জেএমবির সামরিক কমান্ডার আকাশসহ সাত জঙ্গি ও একই এলাকার হাড়িনালে আরো দু’জঙ্গিসহ নিহত হয়। ডিএমপির নিউজ পোর্টালে ৭ জঙ্গির ছবি প্রকাশের পর ছাতকের সাইফুর রহমান ওরফে বাবলু নামের নিহত এক জঙ্গির নাম পরিচয় জানা যায়। এনিয়ে ছাতকে অর্ধডজনের বেশী জঙ্গির খোঁজ মিলেছে। বাবুলের নাম পরিচয় জানার পর সারা দেশের ন্যায় ছাতকেও ব্যাপক হৈচৈ শুরু হয়। স্থানীয় লোকজন জানান, সাইফুর রহমান ওরফে বাবলু ও তার পাশের গ্রাম সেনপুরের আব্দুল বাছিত গত কয়েকমাস থেকে ঢাকায় লেখাপড়া করছে। এলাকাবাসী এসব তথ্য তাদের পারিবারিক সূত্র থেকে তারা জেনেছেন বলেও জানান। অবশেষে গাজীপুরে বাবুল নিহত হওয়ার পর প্রকৃত রহস্য বেরিয়ে পড়ে। এর আগে গত ২৪ আগষ্ট সরকারের পুরস্কার ঘোষিত শীর্ষ জঙ্গি ছাতকের মঈনুল হাসান শামীম ওরফে সিফাতকে টঙ্গী পুলিশ গ্রেফতার করেছে। ছাতক থানার অফিসার ইনচার্জ আশেক সুজা মামুন জানান, গাজীপুরে নিহত জঙ্গিদের মধ্যে ছাতকের সাইফুর রহমান ওরফে বাবলু নামের একজন রয়েছে বলে এলাকাবাসী জানাচ্ছেন। তবে ডিএনএ টেস্ট ছাড়া নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন