রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

চোখ রাঙাচ্ছে রাজশাহীতে

জেলা-উপজেলায় করোনা পরিস্থিতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২১, ১২:০৩ এএম

উপসর্গে মারা গেলে জাতীয়ভাবে তাকে করোনায় মৃত্যু হিসেবে ধরা হয় না। ফলে দেশে মৃত্যুসংখ্যা কম দেখা গেলেও উপসর্গে প্রতিদিনই অনেকের মৃত্যু হচ্ছে। গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে উপসর্গ নিয়ে ৮ জন মারা গেছেন। আমাদের সংবাদদাতাদের প্রতিবেদন।

চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরো একজনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ২৫ জন। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৬২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ১ দশমিক ৫৩ শতাংশ। নতুন আক্রান্তের মধ্যে মহানগরীর বাসিন্দা ১৩ জন এবং বাকি ১২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা এক লাখ দুই হাজার ৫০ জন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন এক হাজার ৩১২ জন।

রাজশাহী ব্যুরো জানায়, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে সংক্রমণের উপসর্গ নিয়ে ৮ জন মারা গেছেন। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) মৃত্যু হয়েছে ৫ জনের। এ ছাড়া ১৭ নম্বর ওয়ার্ডে ২ জন এবং ৩ নম্বর ওয়ার্ডে ১ জন মারা গেছেন। রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনার উপসর্গ নিয়ে ৮ জন মারা গেছেন। মৃতদের মধ্যে নওগাঁর ৩ জন, রাজশাহীর ১ জন, চাঁপাইনবাবগঞ্জের ১ জন, নাটোরের ১ জন, সিরাজগঞ্জের ১জন ও টাঙ্গাইলের ১ জন রয়েছেন। তাদের মধ্যে ৫ জন পুরুষ এবং ৩ জন নারী রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১২ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৫১ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ২১ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১২ জন। এই এক দিনে হাসপাতাল ছেড়েছেন ১৭ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন