শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

আলেপ্পোয় বিমান হামলায় নিহত ৮১

প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পোতে রুশ ও সিরীয় বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা ৮১ জনে বৃদ্ধি পেয়েছে। এরা সবাই বেসামরিক লোক। গত বুধবার এ হামলা চালানো হয়। উদ্ধার কাজে নিয়োজিত আলেপ্পোভিত্তিক সংগঠন হোয়াইট হেলমেটসের মুখপাত্র ইব্রাহিম আবু লেথ আল-জাজিরাকে বলেছেন, ধ্বংসস্তূপের ভিতর থেকে এখনো মানুষজনকে উদ্ধার করা হচ্ছে। আলেপ্পোর ফেরদৌসেই কেবল ৪৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইব্রাহিম। ফরিদা নামে সেখানকার এক চিকিৎসক জানিয়েছেন, কী লক্ষ্য করে যে হামলা চলছিল তা পরিষ্কার নয়। সিরীয় সেনাবাহিনীর পক্ষ থেকে গত সপ্তাহে বলা হয়েছিল, তারা আলেপ্পো থেকে মানুষদের বেরিয়ে যাওয়ার সুযোগ দেবে। তবে পরিস্থিতি সেরকম হয়নি বলে উঠে এসেছে আল-জাজিরার প্রতিবেদনে। সিরিয়ায় শান্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার আলোচনা স্থগিতের ঘোষণার পরপরই এ হামলা চালানো হলো। আল-জাজিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Bobbie ২৫ ডিসেম্বর, ২০১৬, ২:০৫ পিএম says : 0
Real brain power on diplsay. Thanks for that answer!
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন