শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ব্রুনাই হাইকমিশনের সেবা কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২১, ৬:৫৮ পিএম

ব্রুনাই দারুসসালামে বৈশ্বিক করোনা মহামারি সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আজ শুক্রবার থেকে আগামী ২৭ অক্টোবর পর্যন্ত দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের কন্স্যুলার ও শ্রমকল্যাণ সেবা কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময়ে জরুরি প্রয়োজনে হাই কমিশনের টেলিফোনে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। বন্দর সেরি বেগাওয়ান ব্রুনাই দারুসসালামস্থ বাংলাদেশ হাই কমিশনের দূতালয় প্রধান জিলাল হোসেন আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

ব্রুনাই থেকে নির্ভরযোগ্য সূত্র জানায় আজ শুক্রবার দেশটিতে সর্বোচ্চ করোনা সংক্রমণে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২৩ জনে। ব্রুনাই থেকে বাংলাদেশ হাই কমিশনের সাবেক কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, গতকাল দেশটির একটি বাংলাদেশি কর্মীর ডরমিটরিতে করোনা পরীক্ষায় তিন শতাধিক বাংলাদেশি কর্মী করোনায় পজেটিভ ধরা পড়ে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন